কক্সবাজারে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ১
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দেড় লাখের বেশি ইয়াবা উদ্ধার এবং এক পাচারকারীকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
রোববার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তের নাফ নদীর মেজর ঘের এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।
আটক ২২ বছর বসয়ী মো. ইরফান হোয়াইক্যং ইউনিয়নের কাজ্ঞন পাড়ার নূর হোসেনের ছেলে।
লেঃ কর্নেল মহিউদ্দীন বলেন, “মেজর ঘের এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে ব্যাগসহ আসতে দেখে তাদের থামার জন্য নির্দেশ দেয় বিজিবি।
“এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে একজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই ব্যাগগুলো খুলে ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।”
আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।