নাফ নদীতে জেলের জালে মিলল হ্যান্ড গ্রেনেড

নাফ নদীতে জেলের জালে মিলল হ্যান্ড গ্রেনেড

নাফ নদীতে জেলের জালে মিলল হ্যান্ড গ্রেনেড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে যাওয়া এক জেলের জালে উঠে এসেছে একটি হ্যান্ড গ্রেনেড।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফের সারাংয়ে নাফ নদীতে স্থানীয় জেলে ওমর ফারুক ঠেলা জালে মাছ শিকারের সময় একটি ব্যাগের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করে।

পরে সেটি তিনি বিজিবির কাছে হস্তান্তর করে। এটি মিয়ানমারের থেকে ভেসে আসছে বলে ধারণা জেলেদের।

স্থানীয় জেলে ওমর ফারুক বলেন, ‘নাফ নদীর তীরে মাছ শিকারে গেলে জালের ভেতরে একটি ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগ খুলে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। ধারণা করছি ব্যাগটি মিয়ানমার থেকে ভেসে এসেছে।’

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘নাফ নদীতে এক জেলে মাছ শিকারের সময় একটি ভাসমান অবস্থায় ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে একটি প্রাইমিং করা একটি তাজা হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা দেওয়া হয়। সেটি রামু আর্মি ক্যাম্পে পাঠিয়ে ধ্বংস করা হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।