বান্দরবানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করল সেনাবাহিনী

বান্দরবানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করল সেনাবাহিনী

বান্দরবানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সেনাবাহিনীর ৬৯ বিগ্রেড ও বান্দরবান রিজিয়ন আওতাধীন আলীকদম জোন।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে আলীকদম জোনের সম্মেলন কক্ষে অ।ায়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবার সহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট দুই লক্ষ চুয়ান্ন হাজার তিনশত বায়ান্ন টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল শওকাতুল মোনায়েম।

এসময় তিনি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আলীকমদ জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed