খাগড়াছড়ির পানছড়িতে গণমান্য ব্যক্তিবর্গের সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান-কার্বারী, রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার লোগাং এ ব্যাটালিয়ন সদর দপ্তরে এই সভার আয়োজন করা হয়।
সভায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া স্থানীয় জনগনের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে নিয়ম-নীতির মধ্য থেকে যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হবে বলে ব্যাটালিয়ন অধিনায়ক সকলকে আশ্বস্থ করেন।
এছাড়াও, সাম্প্রতিক সময়ে অনাকাংখিত ঘটনাসমূহের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন ব্যাটালিয়ন অধিনায়ক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।