২০ বছর ধরে রাঙামাটির সাপছড়ি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা পড়াচ্ছেন ভিন্ন-ধর্মালম্বী শিক্ষক

২০ বছর ধরে রাঙামাটির সাপছড়ি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা পড়াচ্ছেন ভিন্ন-ধর্মালম্বী শিক্ষক

২০ বছর ধরে রাঙামাটির সাপছড়ি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা পড়াচ্ছেন ভিন্ন-ধর্মালম্বী শিক্ষক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২০ বছর ধরে রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের অন্তর্গত সাপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর মুসলিম শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা পাঠদান করছেন ভিন্ন-ধর্মালম্বী শিক্ষকরা।

সম্প্রতি এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনাও দেখা গেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুসলিম শিক্ষার্থীদের অভিভাবকরা এবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের শরনাপন্ন হয়েছেন।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সাপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিন্ন-ধর্মালম্বী শিক্ষক দ্বারা ইসলাম শিক্ষা পাঠদান করানো হচ্ছে জানিয়ে মুসলিম শিশুদের কথা বিবেচনা করে জনসংখ্যার আনুপাতিক হারে মুসলিম শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছেন।

আবেদনে স্বাক্ষর করা অভিভাবকদের একজন মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বর্তমানে সাপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত প্রায় ৯৫ জন কোমলমতি হাত্র-ছাত্রী পড়াশোনা করছে। তার মধ্যে ৩৭ জন মুসলিম ছাত্র- হাত্রী পড়াশোনা করছে। অত্র বিদ্যালয়ে দীর্ঘ ২০ বৎসর যাবৎ কোন মুসলিম শিক্ষক নেই। তাই শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা পাঠদানে ভিন্ন-ধর্মালম্বী শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হয়। তারা ব্ষিয়টি বিবেচনা করে কোমলমতি মুসলিম শিশুদের কথা বিবেচনা করে জনসংখ্যার আনুপাতিক হারে মুসলিম শিক্ষক নিয়োগ দেয়ার আবেদন করেছে বলে জানান।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেশ শীল জানিয়েছেন, সাপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে একটি আদেন পেয়েছেন। বিষয়টি নিয়ে তিনি অতিদ্রুত পদক্ষেপ নিবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।