গ্রেফতারের পরদিন মুক্তি পেলেন পিটিআই চেয়ারম্যান গহর খান

গ্রেফতারের পরদিন মুক্তি পেলেন পিটিআই চেয়ারম্যান গহর খান

গ্রেফতারের পরদিন মুক্তি পেলেন পিটিআই চেয়ারম্যান গহর খান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান গহর আলী খানকে মুক্তি দিয়েছে ইসলামাবাদ পুলিশ। সহিংসতায় উসকে দেওয়ার অভিযোগে গ্রেফতার করার পরদিন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পিটিআইয়ের আরও অন্তত ১২ জন নেতাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে গহর খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসলামাবাদ পুলিশ। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সম্পর্কিত নন বলেও জানিয়েছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ করে পিটিআই। এই সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআইয়ের সমর্থক-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনার পরদিন সোমবার রাতে পিটিআইয়ের কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আদালতে তাদেরকে হাজির করা হয়েছিল। পিটিআই নেতা শের আফজাল খান মারওয়াত, শোয়েব শাহীন, শেখ ওক্কাস আকরাম, মখদুম জয়ন হুসেন কুরেশি এবং আরও কয়েকজন কর্মীকে আট দিনের জন্য পুলিশের হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশের পক্ষ থেকে ১৭ দিনের রিমান্ড চাওয়া হলেও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক আবু আল হাসনাত মোহাম্মদ জুলকারনাইন।

মুক্তির পর পার্লামেন্ট সদস্য গহর আলী খান পিটিআই নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান। তিনি পার্লামেন্টের স্পিকারকে বিষয়টি তদন্ত করার আহ্বান জানান।

পিটিআইয়ের শীর্ষ নেতারাও এই গ্রেফতারের নিন্দা জানিয়েছেন এবং ইমরান খান মুক্তি না পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

ইমরান খান গত বছর একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে কারাগারে আছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেও এখনও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।