খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী ২০ ইসিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পার্বত্য জেলার দীঘিনালায় সাম্প্রতিক সময়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ দিয়েছি সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (২০ ইসিবি)।
আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকালে দীঘিনালায় ইসিবির মাঠে বন্যার্তদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার তুলে দেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন ২০ ইসিবির অধিনায়ক লেঃ কর্নেল আসিফ আহমেদ তানজিল।
এসময় বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেকে আড়াই বান টিন ও নগদ ৫ হাজার সহায়তা দেয়া হয়।
গৃহ নির্মাণ সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়িতে প্রায় ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।