খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা রোধে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা রোধে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা রোধে ১৪৪ ধারা জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাহড়ি-বাঙালি সংঘর্ষ ও অগ্নিসংযোগের জেরে রাতভর জেলা সদরে সহিংসতার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন, যা দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বলবৎ থাকবে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান। তিনি জানান, খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। এছাড়া, সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানান তিনি।

এদিকে, রাঙ্গামাটিতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা রোধে ১৪৪ ধারা জারি

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামালউদ্দিন জানান, সকালে পাহাড়িদের একটি মিছিল বনরূপায় এসে ফিরে যাওয়ার সময় বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করে, বনরূপা মসজিদে হামলা চালায়। এরপরই বাঙালি ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের পাল্টা ধাওয়া দেয়।

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা রোধে ১৪৪ ধারা জারি

জানা যায়, খাগড়াছড়িতে সহিংসতার উত্তাপ ছড়িয়েছে পাশের জেলা রাঙামাটিতেও। শুক্রবার সকালে শহরের জিমনেসিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিলে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ তুলে বাঙালিদের বেশকিছু দোকানপাটে হামলা চালানো হয়েছে। রাস্তায় চলাচলকারী বাস, ট্রাক ট্যাক্সিতেও হামলা করা হয়। শহরের হ্যাপির মোড়কে কেন্দ্র করে এর দুদিকে অবস্থান নেন পাহাড়ি ও বাঙালিরা। এ সংঘাতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাদিয়া আক্তার জানান, আহতদের মধ্যে ৬-৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।