পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আবারও নোটিশ

পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আবারও নোটিশ

পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আবারও নোটিশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালীতে দ্বিতীয় দফায় আরও ৩ দিন পর্যটকদের ভ্রমণ না করার জন্য নিরুৎসাহিত সংক্রান্ত নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, রাঙ্গামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করার এ সময়সীমা দ্বিতীয় দফায় আরও ৩ দিন বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

আরও পড়ুন: সাজেকে ভ্রমণের বিষয়ে যে নির্দেশনা জেলা প্রশাসনের

এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে আগামী ৩ দিন পর্যটকদের সাজেকে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।