নির্বিঘ্নে দূর্গা পূজা উদযাপনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস রামগড় বিজিবির
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড় ও পাশ্ববর্তী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহায়তা করা হবে জানিয়ে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিজিবি বদ্ধপরিকর।
এ অঞ্চলের পাহাড়ি-বাঙ্গালি সকলকে ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, শান্তি-শৃঙ্খলায় রক্ষায় বিজিবি সকল সম্প্রদায়ের সাথে মিলে সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করে তুলবে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ব্যাটালিয়ন সদরের আয়োজিত মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এদিন মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তা, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলির অপহরণ ও চাঁদাবাজী বন্ধ, মাদক ও চোরাচালান বন্ধ, পাহাড় কাটা, ইভটিজিং, পাহাড় নিধন করে কাঠ ও বাঁশ কাটা এবং বিক্রয় ও পরিবহন রোধে করণীয় বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় রামগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর আহমেদ, সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় থানার ওসি মো. মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, মুক্তিযোদ্ধা মফিজুর রহমানসহ সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, রামগড় ও বাগানবাজার পূজা মন্ডপের সভাপতি, স্থানীয় হেডম্যান ও কারবারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।