আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দূর্গম পাহাড়ী এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্থ। আলীকদম সেনা জোন, আলীকদম ও লামা উপজেলায় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্মক সহায়তা করে আসছে।

আলীকদম সেনা জোন কর্তৃক স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আলীকদম উপজেলার অবহেলিত ও বঞ্চিত ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে, আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম কর্তৃক আলীকদম মুরং কমপ্লেক্সের সর্বমোট ১৩০ জন শিক্ষার্থীর মাঝে উন্নত মানের খাবার প্রদান, ইলেকট্রিক সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জোন অধিনায়ক বলেন, আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়াও আলীকদম জোনের আওতাধীন ক্যাম্পসমূহ সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সেবামূলক কাজে সম্পৃক্ত থাকবে।

তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারণের আপদকালীন সময়ে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।