বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করল আলীকদম জোন

বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করল আলীকদম জোন

বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করল আলীকদম জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে পর্যন্ত আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে আলীকদম উপজেলার আলীকদম বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন।

এছাড়াও বেসামরিক পরিমন্ডল হতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম, অফিসার ইনচার্জ, আলীকদম থানা, আলীকদম বাজারের সকল ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করল আলীকদম জোন

এসময়ে জোন অধিনায়ক কর্তৃক আলীকদম বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে ডাস্টবিন স্থাপন করা হয়।

এই অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার প্রধান ও প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের চারপাশ অপরিষ্কার করে ফেলি। অপরিষ্কার পরিবেশে থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরণের রোগ জীবাণু আক্রমণ করে। তাই নিজে এবং চারপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। সবাই মিলে একসাথে কাজ করলে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে চারপাশের এলাকাকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা সম্ভব।

তিনি একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বান্ধব সমাজের প্রত্যাশাকে সামনে রেখে সকলকে নিজ নিজ অবস্থানে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।