নরসিংদী কারাগারে লুট হওয়া রাইফেল উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করল সেনাবাহিনী

নরসিংদী কারাগারে লুট হওয়া রাইফেল উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করল সেনাবাহিনী

নরসিংদী কারাগারে লুট হওয়া রাইফেল উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নরসিংদী জেলা কারাগার থেকে গত ১৯ জুলাই লুট হওয়া রাইফেল উদ্ধারের পর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার সকালে শহরের মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে অস্ত্রটি হস্তান্তর করা হয়।

২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ রাইফেলটি নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছামিউল হকের হাতে তুলে দেন। এ সময় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকগাছার নির্মাণাধীন একটি বাড়ির মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় রাইফেলটি উদ্ধার করে সেনাবাহিনী।

২৩ জুলাই বিকেল সোয়া পাঁচটার দিকে দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যায়। এ সময় কারাগারে থাকা ৮২৬ জন বন্দী পালিয়ে যান। পরে তাঁদের অনেকে আত্মসমর্পণ করেন। কারাগার থেকে মোট ৮৫টি অস্ত্র লুট হয়েছিল। ইতিমধ্যে অর্ধশতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed