খাগড়াছড়ির বিভিন্ন পুজা মন্ডপ ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করল সেনাবাহিনী

খাগড়াছড়ির বিভিন্ন পূজা মন্ডপ ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করল সেনাবাহিনী

খাগড়াছড়ির বিভিন্ন পুজা মন্ডপ ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কোন দুস্কৃতিকারিকে ছাড় নয় উল্লেখ করে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেছেন, কোন প্রকার আশঙ্কা ছাড়াই সকল সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে খাগড়াছড়িতে এবার অনুষ্ঠিত হবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত খাগড়াছড়িতে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ির বিভিন্ন পূজা মন্ডপ ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করল সেনাবাহিনী

এদিন খাগড়াছড়ি বিভিন্ন পুজা মন্ডপের পুরোহিত, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। এতে নেতৃবৃন্দরা নানা সংকট,সমস্যার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।

এ সময় শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির, শান্তিনগর শ্রী শ্রী গীতা আশ্রম, আনন্দনগর শ্রী শ্রী ভূবদেশ্বরী কালীমন্দির, পৌরবাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, শ্রী শ্রী অখন্ড মন্ডলী মন্দির পরিদর্শন করেন তিনি। পরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ১ অক্টোবর ব্যবসায় প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে তিনি আশ্বস্ত করেন জানান, দুর্গাপূজায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর দিকনির্দেশনা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।