মঙ্গলবার থেকে তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

মঙ্গলবার থেকে তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

মঙ্গলবার থেকে তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।

কী কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটি এখনো পুরোপুরি নিশ্চিত করা হয়নি। নির্দেশনায় বলা হয়েছে, অনিবার্য কারণবশত এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এক বার্তায় বান্দরবান জেলা প্রশাসন জানিয়েছে, অনিবার্য কারণবশত পর্যটকদের আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।