দুর্গাপূজা উপলক্ষে রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

দুর্গাপূজা উপলক্ষে রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

দুর্গাপূজা উপলক্ষে রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে পূজার শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

গতকাল বুধবার (৯ অক্টোবর) রামগড় সীমান্তের শূন্য রেখায় প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ২টি ব্যাটালিয়নকে মিষ্টি উপহার দিয়ে বিজিবির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়।

দুর্গাপূজা উপলক্ষে রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

জানা যায়, সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।