রাঙামাটিতে কোটি টাকার ভারতীয় সিগারেট উদ্ধার, আটক ২
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটি থেকে মধ্যরাতে জাম্বুরা ভর্তি ট্রাকে পাচারের সময় কোটি টাকা মূল্যের (৩৫ বস্তা) ভারতীয় সিগারেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় ওই ট্রাকটিতে (চট্টমেট্টো-ড-১১-২৪-৩৩) থাকা রোমান (চালক) ও মঞ্জুরুল আলম (সহকারী) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। খবর পেয়ে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ, কোতোয়ালী থানার ওসিসহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাঙামাটির মানিকছড়ি চেকপোস্টে এ তল্লাশি চালানো হয়।
আটক ট্রাকচালক রোমান জানিয়েছেন, ওই ট্রাকের মালিক জনৈক করিম কোম্পানি। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রানীরহাটে। মিলন চাকমা নামের এক ব্যক্তি ১০ হাজার টাকায় ভাড়া করে কুতুবছড়ি এলাকা থেকে এসব ভারতীয় সিগারেট পাচার করছিল।
জানা গেছে, ট্রাকটির ভেতরে সিগারেট ও চারিদিকে মৌসুমি ফল জাম্বুরা দিয়ে ঢেকে ছদ্মবেশে এসব চোরাই সিগারেট পরিবহন করছিল চোরাচালান কারবারিরা। দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটটি রাঙামাটির জুরাছড়ি ও বরকল সীমান্ত দিয়ে ভারত থেকে এসব সিগারেট এনে চট্টগ্রামে পাচার করে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. শাহেদ উদ্দিন জানান, জব্দকৃত সিগারেটের সাথে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।