সিলেট সীমান্তে বিজিবির হাতে মিয়ানমারের নাগরিক আটক
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে মো. আনিসুর রহমান নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির ঝিঙ্গালাবাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
বিজিবি জানায়, আনিসুর গত ৭ বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে প্রবেশ করে। এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সম্প্রতি সিলেটে ভালো চাকরির সন্ধানে অবস্থান করছিল। তবে বিজিবি তার কাছে কোনো পরিচয়পত্র পায়নি। আটককৃত আনিসুরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
