‘পার্বত্য অঞ্চলের অস্তিত্ব রক্ষায় দেশের পক্ষে কাজ করবে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’
নিউজ ডেস্ক
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণতান্ত্রিক) দেশের উন্নয়নে সরকারের পক্ষ হয়ে সাধারণ খেটে খাওয়া ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে আসছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সকল অপশক্তির বিরুদ্ধেও কাজ করছে জানিয়ে সংগঠনটির নেতারা বলেছেন, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের অস্তিত্ব রক্ষায় তারা দেশের পক্ষে কাজ করবেন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বান্দরবান জেলা কমিটির কর্মী সম্মেলনে এসব কথা বলেনে বক্তারা।
অঅজ সোমবার (২১ অক্টোবর) সকালে বান্দরবানের মেঘলায় হোটেল প্লাজা কনভেনশন এর হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি মংপু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা, বান্দরবান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাম তং সাং বম (মালেক) ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা।
এছাড়া, সম্মেলনে সংগঠনের নেতাকর্মী এবং এলাকার স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষজন উপস্থিত ছিলেন।
পরে উবামং মারমাকে সভাপতি, জুয়েল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও বিকাশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
এ সময় বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
নতুন নির্বাচিত কমিটির সদস্যরা তিন বছর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসীত পন্থি ইউপিডিএফের বিরুদ্ধে স্বজনপ্রীতি, আদর্শ থেকে সরে গিয়ে চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে জুম্ম জাতির অধিকার আদায়ের লক্ষে প্রয়াত কেন্দ্রীয় আহবায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার নেতৃত্বে ২০১৭ সালে ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে গঠিত হয় ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।