মিয়ানমারকে শুধু অঙ্গীকার করলেই চলবে না; বরং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী - Southeast Asia Journal

মিয়ানমারকে শুধু অঙ্গীকার করলেই চলবে না; বরং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারকে শুধু অঙ্গীকার করলেই চলবে না; বরং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হোটেল ইন্টার কন্টিনেন্টালে বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে একথা বলেন জাভাদ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছি। পাশাপাশি, রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থানকালে যে বোঝা এদেশের ওপর চেপেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে ভাগাভাগি করে নিতে হবে। বাংলাদেশ সরকার বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে কতটা বোঝা বইছে এটা আমরা বুঝতে পারি। কারণ আমাদের দেশেও ৩০ লাখ শরণার্থী আছে।’

ইন্ডিয়ান ওসেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তিনি দু’দিনের সফরে এখন ঢাকায় অবস্থান করছেন। বুধবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়াও স্পিকার শিরিন শারমীন চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।