ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বস্তা ভারতীয় জিরা ভর্তি কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বস্তা ভারতীয় জিরা ভর্তি কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বস্তা ভারতীয় জিরা ভর্তি কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারত থেকে চোরাই পথে আসা ৮০ বস্তা ভারতীয় জিরা ভর্তি কাভার্ড ভ্যানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় আশুগঞ্জ থানার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সিলেটের সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার বোনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু সিদ্দিক (২০), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার লিলাশিখা নতুন পাড়া গ্রামের মো. আলমের ছেলে বাহাদুর (২৯) ও রাজশাহী জেলার শাহমখদুম উপজেলার নবা নতুন পাড়া গ্রামের মৃত গাফ্ফারের ছেলে মো. সাগর (২৭)।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজমনি হোটেল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় হাঁটি খাতা বিশ্বরোড থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি কাভার্ড ভ্যান আটক করে। এতে তল্লাশি করলে তার ভিতর ৮০ বস্তা (২৪০০ কেজি) ভারতীয় জিরা পাওয়া যায়। পরে জিরাসহ কাভার্ড ভ্যানটি জব্দ করেন। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রীয়াধীন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।