সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি সেনা জোনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
এছাড়াও সভায় জোনের উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহান, ২০ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, থানার ওসি, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, হেডম্যান এবং কারবারিগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই জোন অধিনায়ক বলেন, পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম প্রতিরক্ষা কমিটি, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রসাশনসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় শারদীয় দূর্গাপূজা উৎযাপন খুবই সুন্দর ও কোন প্রকার অনাকাংক্ষিত দুর্ঘটনা ব্যতিত সম্পন্ন হয়েছে। এজন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
লক্ষ্মীছড়ি পূজা পরিচালনা কমিটির সভাপতি রিংকু দাস বলেন, লক্ষীছড়ি জোনসহ সকলের সহযোগিতার কারণে গত ৬-১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ লক্ষীছড়ি উপজেলা মন্দিরে শারদীয় দূর্গাপূজা উৎযাপনে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটেনি। এজন্য তিনি লক্ষ্মীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ত্রিলন চাকমা বলেন, বর্তমানে লক্ষ্মীছড়ি উপজেলার স্কুল ও কলেজগুলোতে পড়াশুনার মান দিন দিন খারাপ হচ্ছে। এ ব্যাপারে তিনি লক্ষ্মীছড়ি জোনের সহযোগিতা কামনা করেন।

লক্ষীছড়ি থানায় আগত নতুন ওসি মোঃ খালেদ হোসেন লক্ষ্মীছড়ি উপজেলায় আইন শৃংখলা রক্ষায় এলাকাবাসী ও সকলের সহযোগিতা কামনা করেন এবং থানা হতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় জোন অধিনায়ক বলেন, লক্ষ্মীছড়ি উপজেলার স্কুল ও কলেজগুলোতে পড়াশুনার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী তথা লক্ষ্মীছড়ি জোন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং ইতিমধ্যে লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয় এবং লক্ষ্মীছড়ি কলেজে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের লক্ষ্মীছড়ি জোন কর্তৃক পুরস্কৃত করা হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। লক্ষীছড়ি উপজেলার উন্নয়নে লক্ষ্মীছড়ি জোন আরও কার্যকরী ভূমিকা রাখবে বলে জোন অধিনায়ক আশ্বাস প্রদান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
