রাঙামাটিতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আহত ২, প্রতিবাদে সড়ক অবরোধ

রাঙামাটিতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আহত ২, প্রতিবাদে সড়ক অবরোধ

রাঙামাটিতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আহত ২, প্রতিবাদে সড়ক অবরোধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির রাজস্থলীতে উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসীদের মারধরে গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নীরিহ যুবক কালাম। গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকালে সাপ্তাহিক হাটে গেলে কালামসহ মঈনুল নামের আরো এক মাহিন্দ্রা চালককে আটকে ব্যাপক মারধর করতে থাকে উপজাতি ১০/১২ জন সন্ত্রাসী।

এসময় তাদের মারধর থেকে প্রাণ রক্ষায় মঈনুল রাজস্থলী থানার ভেতরে ঢুকে গেলে সন্ত্রাসীরা থানা কম্পাউন্ডের ভেতরে গিয়েও মঈনুলকে মারধর করেছে বলে ভূক্তভোগী অভিযোগ করেছে। এতে করে তার পুরো শরীরে রক্তাক্ত হয়ে যায়। মঈনুল জানায়, আমি প্রচন্ড মারধরে জ্ঞান হারিয়ে ফেলি। এই ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুত্বর আহত কালামকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। সেখানে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছে, গত একমাসে অন্তত চার দফায় প্রায় ১২ জন বাঙ্গালীকে মারধর করেছে উপজাতি সন্ত্রাসীরা।

এ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে বুধবার সারাদিন অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সারাদিন আন্দোলন চালিয়ে যাবার কথাও জানিয়েছেন ভূক্তভোগীদের পরিবারগুলো। আন্দোলনকারিরা প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা পুলিশের উদ্বর্তন একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তারা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।