সীমান্তে অভিযান, ভারতীয় মালামাল উদ্ধার করল বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি সীমান্তে ভারত থেকে আসা অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে অবৈধ মালামালগুলো উদ্ধার করে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
জানা যায়, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনস্থ গিলাতলী বিওপির জেসিও না: সুবেদার মো: নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দলটি মালিকবিহীন অবস্থায় ৬২ হাজার ৬৩০ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করে। যার মাঝে ছিল ভিমবার, গুড়াদুধ, জিরা, কম্ফোর্ট, সাবান, শ্যাম্পু, ক্রীম ও চিনি।
দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরণের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জনিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়ার উপস্থিতিতে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা জব্দকৃত পাঁচলক্ষ সাতানব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।