রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধ পথে দেশে নিয়ে আসা ২৪ বোতল মদ মদ উদ্ধার করেছে বিজিবির রামগড় জোনের (৪৩ বিজিবি) সদস্যরা।

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ছোটখেদা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় জোন (৪৩ বিজিবি) এর কাশিবাড়ি বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত ছোটখেদা হতে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় উদ্ধার করতে সক্ষম হয়।

এর আগে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক পাচারকারীরা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব ভারতীয় মদ পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য জোন সদরে জমা করা হয়েছে।

জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে মাদকসহ যে কোন ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সজাগ রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।