চাঁদার টাকা ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে ইউপিডিএফের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৩
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে অবৈধ অস্ত্র ব্যবহার করে উত্তোলিত চাঁদার টাকা ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের দুটি গ্রুপের মধ্যকার গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত হবার খবর পাওয়া গেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন।
নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ঘটনাস্থলেই নিহত হন বলে দাবি করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা।
ওসি মো. জসীম উদ্দিন জানান, বুধবার সকালে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়া এলাকায় আঞ্চলিক সংগঠনের দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের ৩ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই পাহাড়ে এমন ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরী করে ইউপিডিএফ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।