চাঁদার টাকা নিয়ে সংঘর্ষ, নিজেদের অপকর্ম ঢাকতে অবরোধের ঘোষনা ইউপিডিএফের
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে অবৈধ অস্ত্র ব্যবহার করে উত্তোলিত চাঁদার টাকা ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের দুটি গ্রুপের মধ্যকার গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত হবার খবর পাওয়া গেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউপিডিএফ কর্তৃক প্রেরিত বিবৃতিতে এ ঘটনার জন্য অপর একটি আঞ্চলিক দলকে দায়ি করা হলেও স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে, মূলত সাম্প্রতিক সময়ে পানছড়ি এলাকায় চাঁদাবাজির টাকা ভাগভাটোয়ারা ও কয়েকজন কালেক্টরের মধ্যকার আধিপত্য ও আভ্যন্তরীন দ্বন্ধের কারনেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
সূত্রটি জানায়, গোলাগুলির মূল ঘটনা জানাজানি হলে দলীয় কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং স্থানীয়দের মাঝে জনপ্রিয়তা তলানীতে গিয়ে ঠেকার কারনে এ ঘটনাকে ধামাচাপা দিতে দুপুরেই তড়িঘড়ি করে অবরোধের ঘোষনা দেয় ইউপিডিএফ।
এর আগেও পাহাড়ে আভ্যন্তরীন দ্বন্ধের ঘটনাগুলোকে ধামাচাপা দিতে ইউপিডিএফের পক্ষ থেকে নানা জনবিধ্বংসী কর্মসূচী দিতে দেখা গেছে।
পানছড়ির স্থানীয় পাহাড়িরা বলছেন, পাহাড়ে কিছু একটা ঘটলেই বাজার বয়কট আর হরতাল-অবরোধের ডাক দিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড চালায় সন্ত্রাসীরা। অপরদিকে এর মাশুল দিতে হয় নিরীহ পাহাড়ি-বাঙ্গালীদের। উৎপাদিত ফসল বিক্রি থেকে শুরু করে অর্থনৈতিক ভাবে পাহাড়িদের পঙ্গু করে দেয়াই ইউপিডিএফর প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, অংগ্য মারমা আগামীকাল খাগড়াছড়ি জেলায় ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।