সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও ভারত আপস করবে না- মোদি
নিউজ ডেস্ক
প্রতিবেশী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। অনেক বিশ্লেষকের মতে, প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের এ টানাপোড়েনে বেশ চাপের মুখেই রয়েছে নয়াদিল্লি। এর মধ্যেই, এবার সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও ভারত আপস করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্যান্য বছরের মতো এবারও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উৎসব পালন করেছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গুজরাটের কচ্ছ অঞ্চলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশে ভাষণ দেন মোদি। যদিও সংশ্লিষ্ট মহলের ব্যাখ্য়া, মোদি আসলে ভারতের সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়ে পড়া প্রতিবেশী রাষ্ট্রগুলোকেই বার্তা দিয়েছেন।
এদিন তিনি বলেন, ‘ভারতের সেনা যেমন দৃঢ়সঙ্কল্প নিয়ে এগিয়ে চলে, ভারতের জাতীয় নীতিও সেই সংকল্পের সঙ্গে সামঞ্জস্য বিধান করেই তৈরি করা হয়।’
মোদি আরও বলেন, ‘আমরা আমাদের সেনাদের সংকল্পকে বিশ্বাস করি। কিন্তু, আমাদের শত্রুদের কথায় বিশ্বাস করি না। ভারতের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভারতের সেনাবাহিনী তাদের এবং এই দেশকে রক্ষা করতে সক্ষম।’
প্রসঙ্গত, সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে ভারত সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান ও সহযোগিতারও প্রশংসা করেন মোদি।
সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘সারা বিশ্বের কাছে আপনারা ভারতের শক্তির প্রতিনিধিত্ব করছেন। আর আমাদের শত্রু কাছে আপনারা তাদের অশুভ ষড়যন্ত্র শেষ করার বার্তা দিচ্ছেন।’
একইসঙ্গে, সীমান্তে ভারত যে এক ইঞ্চি জমিও কাউকে ছাড়বে না, কঠোরভাবে সেই বার্তাও দেন মোদি। বলেন, ‘এই মুহূর্তে দেশে এমন এক সরকার রয়েছে, যারা সীমান্তে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। আমাদের দৃঢ় বাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের নীতি নির্ধারণ করা হয়।’
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে উন্নত ভারত গড়ার লক্ষ্য পূরণে ভারতীয় সামরিক বাহিনীর অবদানের প্রশংসা করেন নরেন্দ্র মোদি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।