কুমিল্লা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক করলো বিজিবি

কুমিল্লা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক করলো বিজিবি

কুমিল্লা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক করলো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লার শাহাপুর সীমান্ত থেকে মাদকদ্রব্যসহ ২ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার (৩ নভেম্বর) বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে ৪ ক্যান বিয়ারসহ ২ জন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের একটি দল।

আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরার সিপাহজ্বলা জেলার সোনামুড়া থানার সুভাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং আইয়ুব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।

আটকের পর তাদের কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।