বেনাপোলে ট্রেনে মিলল পৌনে ২ কোটি টাকার কোকেন ও হেরোইন

বেনাপোলে ট্রেনে মিলল পৌনে ২ কোটি টাকার কোকেন ও হেরোইন

বেনাপোলে ট্রেনে মিলল পৌনে ২ কোটি টাকার কোকেন ও হেরোইন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোরের বেনাপোলে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন ও এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসব মাদকের মোট মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চলাচলকারী বেতনা এক্সপ্রেস ট্রেনটি তল্লাশি করে এই মাদকের চালান জব্দ করা হয়। রোববার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহলদল কর্তৃক বেনাপোল রেল স্টেশনে বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ট্রেনের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন ও এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন পাওয়া যায়। উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, জব্দকৃত কোকেন ও হেরোইনের মোট মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। এর মধ্যে কোকেনের মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা ও হেরোইনের মূল্য ৩৩ লাখ ৮৪ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।