রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাইসাউ মারমার পাশে দাঁড়াল সেনাবাহিনী

রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাইসাউ মারমার পাশে দাঁড়াল সেনাবাহিনী

রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাইসাউ মারমার পাশে দাঁড়াল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার রাইখালীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে দিয়ে দিশেহারা পাইসাউ মারমাকে নতুন একটি বসত ঘর নির্মানের জন্য সহায়তা নিয়ে তার পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল এর নির্দেশনায় জোন আওতাধীন সেনা ক্যাম্প কর্তৃক এ সহায়তা প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) সেনাবাহিনী কর্তৃক পাইসাউ মারমাকে এসব সহায়তা দেয়া হয়।

সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় পাহাড়বাসীর জীবন-যাত্রার মানোন্নয়নে সেনাবাহিনীর এমন জনকল্যানমূলক কর্মসূচী অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৮ অক্টোবর সন্ধ্যায় হাফছড়ি মুখ পাড়া এলাকার পাইসাউ মারমার বসত ঘরটি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘর পুড়ে যাওয়া হত-দরিদ্র পাউসাউ মারমার অসহায়ত্বের খবর জানতে পেরে কাপ্তাই সেনা জোন অধিনায়কের নির্দেশে ঘরটি পূনঃনির্মাণের জন্য জোনের পক্ষ হতে এ সহায়তা প্রদান করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।