‘ভারতের উচিত চীন সমর্থিত বাণিজ্য ব্লকে যোগ দেওয়া’
নিউজ ডেস্ক
বাণিজ্য ব্লক রেজিওন্যাল কম্প্রেহেনসিভ ইকনোমিক পার্টনারশিপে (আরসিইপি) ভারতের যোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির একজন শীর্ষ কর্মকর্তা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত আরসিইপি হল বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক। এর ১৫ সদস্যের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ডসহ দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন আসিয়ানের ১০টি দেশ। ২০১৯ সালে এই চুক্তিতে যোগ দিতে অসম্মতি জানায় ভারত। তাদের যুক্তি ছিল, এই চুক্তি হলে তাদের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।
সরকারের থিংক ট্যাংক নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা বি ভি আর সুব্রামানিয়াম বলেছেন, ভারতের উচিত আরসিইপি ও সিপিটিপিপি- এর সদস্য হওয়া। বাণিজ্য ব্লক দুটিতে যোগদান করলে দেশের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের রফতানি বৃদ্ধি পাবে। দেশের রফতানি আয়ের ৪০ শতাংশই আসে এসব প্রতিষ্ঠানের হাত ধরে।
সিপিটিপিপি বা দ্য কম্প্রেহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ হলো একটি মুক্ত বাণিজ্য চুক্তি। এখানে অস্ট্রেলিয়া, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরসহ ১১টি স্বাক্ষরকারী দেশ রয়েছে।
২০১৮ সালের মার্চ মাসে সিপিটিপিপি স্বাক্ষরিত হয়। একই বছর ডিসেম্বরে চুক্তিটি কার্যকর হয়েছিল।
তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালাতে মনোযোগ চীন থেকে সরিয়ে নিলেও তার সুবিধা পায়নি ভারত। এর পেছনে রয়েছে দেশটির উচ্চ শুল্কহার।
সাম্প্রতিক বছরগুলোতে, বহু প্রতিষ্ঠান ‘চায়না প্লাস ওয়ান’ নীতি গ্রহণ করেছে। তাদের এই নীতির সারকথা হলো, চীনের বাইরেও কোনও দেশে উৎপাদন কাঠামো গড়ে তোলা।
সুব্রামানিয়াম বলেছেন, চায়না প্লাস ওয়ান নীতির সদ্ব্যবহার আমরা করতে পারিনি। বরং ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, মেক্সিকোর মতো দেশগুলো হয়ত এই নীতির সুবিধা বেশি নিয়েছে।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরে গত বছরের তুলনায় এক দশমিক শূন্য দুই শতাংশ বেশি রফতানি হয়েছে। ফলে রফতানি আয় বেড়ে হয় প্রায় ২১ হাজার কোটি ডলার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।