ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে জম্মু-কাশ্মিরের বিধানসভায় ধস্তাধস্তি

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে জম্মু-কাশ্মিরের বিধানসভায় ধস্তাধস্তি

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে জম্মু-কাশ্মিরের বিধানসভায় ধস্তাধস্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে আবারও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের অধীনে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব নিয়ে বিধানসভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের ডাকা হয়।

বিধানসভা নির্বাচনের পর প্রথম অধিবেশনেই এই সংঘর্ষ ঘটে। আগে ৩৭০ অনুচ্ছেদের আওতায় কাশ্মির বিশেষ কিছু সুবিধা পেত, যা ২০১৯ সালে নরেন্দ্র মোদির সরকার বাতিল করে।

বুধবার বিজেপির বিরোধিতা সত্ত্বেও কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়, যেখানে ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানানো হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের আলোচনা করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় বিজেপি বিধায়ক সুনীল শর্মার বক্তৃতার সময় শেখ খুরশিদ একটি ব্যানার নিয়ে ওয়েলে নেমে আসেন। ব্যানারে ৩৭০ ও ৩৫-এ অনুচ্ছেদ পুনর্বহালের এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি ছিল।

ওই সময় বিজেপির কিছু বিধায়কও ওয়েলে নেমে ব্যানারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ছিঁড়ে ফেলতে চান। পিপলস কনফারেন্সের সাজ্জাদ লোন এগিয়ে আসেন এবং বিধায়কদের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণ উত্তেজনা চলার পর স্পিকার অধিবেশন মুলতবি করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা আসেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।