আলীকদমে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ, পিএসসি এর নির্দেশনায় সহকারী পরিচালক মো. বদর উদ্দিন কামাল হোসেন পিবিজিএম-এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টহল দল বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে জঙ্গলের মধ্যে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকা।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ পিএসসি বলেন, যৌথ অভিযানে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এ ব্যাপারে আলীকদম থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।