ঢাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ কর্তৃক নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ কর্তৃক নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ কর্তৃক নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত স্বতন্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় এ সংবর্ধনা দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন সদস্য ও শুভাকাঙ্খীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিল প্রীতিভোজ,বিশেষ আলোচনা ও আবৃত্তি পর্ব এবং নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর পরিচালক ড. মোঃ আসাদুজ্জামান।

এসময় সাবেক অতিরিক্ত সচিব ও পার্বত্য চট্টগ্রামের সন্তান আবু সৈয়দ মোঃ হাসিম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আলম খান, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার আনোয়ার হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজস্ব কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল হক, খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, এডভোকেট মঞ্জিলা ঝুমা, সদ্য নিয়োগপ্রাপ্ত বান্দরবান জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, সদ্য নিয়োগপ্রাপ্ত রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ, দৈনিক মানবাধিকার খবরের নির্বাহী সম্পাদক এ এইচ এম ফারুক, আইসল্যান্ড এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এর নির্বাহী পরিচালক বাখের উদ্দিন প্রমুখ।

অতিথিরা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য তাদের অনুপ্রেরণা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। দেশ ও দশের মঙ্গলের জন্য ছাত্ররাই সবার আগে এগিয়ে আসে এবং প্রয়োজনে জীবন দিতেও কুণ্ঠাবোদ করা যাবে না বলেও মন্তব্য করেন।

ঢাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ কর্তৃক নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অতিথিরা বলেন, হাজারো বৈষম্য এবং প্রতিকূলতা থেকে পার্বত্য চট্টগ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থীর প্রধান কাজ হলো জ্ঞান অর্জনে একাগ্রতা ও উৎসাহ থাকা, যা তাকে ব্যক্তিগত এবং সামাজিক উন্নয়নে সাহায্য করে। সাথে সাথে শিক্ষার্থীর মধ্যে নৈতিক ও মানবিক গুণাবলী থাকা দরকার, যা তাকে সহানুভূতিশীল এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে তার উচিত দেশের এবং পার্বত্য অঞ্চলের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধের চেতনা লালন করা। তাকে তার অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করতে হবে এবং দেশের সকল মানুষের কল্যাণে কাজ করার মনোভাব থাকতে হবে।

তারা বলেন, ন্যায়পরায়ণ নাগরিক হওয়ার মানে হলো, সে সবসময় সত্য ও সততার পক্ষে থাকবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। দায়িত্বপরায়ণতা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশিত হওয়া উচিত, যাতে সে তার কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে পারে। অধিকার সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে তাকে নিজের অধিকার রক্ষায় সক্রিয় থাকতে হবে তবে অন্যের অধিকারকেও সমানভাবে সম্মান করা প্রয়োজন। তার উচিত সমাজে ন্যায্যতা ও সাম্যের পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করা। এ ধরনের আদর্শ শিক্ষার্থীরাই একদিন আদর্শ নাগরিকে পরিণত হয়ে তাদের গুণাবলীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। এর মাধ্যমে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাকের হোসেন শাহিন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনটির পথচলা শুরু হয়। বর্তমানে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক (অব. অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোঃ হাশিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ মনির হোসেন, বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরাফাতুর রাকিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র সাবেক ছাত্র ছাত্র মোঃ মহিউদ্দিনসহ অন্যান্যরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।