খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের গোলাগুলি, ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের গোলাগুলি, ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের গোলাগুলি, ইউপিডিএফ সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পাহাড়ি সশস্ত্র গ্রুপ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী মিটন চাকমা চাকমা নিহত হয়েছেন বলে জানা গেছে। ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

রবিবার সকাল থেকে কয়েক ঘন্টাব্যাপী চলা গোলাগুলিতে নিহতের এ ঘটনা ঘটে।

নিহত সন্ত্রাসী মিটন চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, রবিবার সকাল থেকে পানছড়ির লোগাং এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা গেছে। কিন্তু কেউ মারা গেছে কিনা নিশ্চিত করা যায়নি।

সূত্র বলছে, মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন (২০২০-২০২১ সেশন) এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন।

স্থানীয় সূত্রগুলো বলছেন, মিটন চাকমা ইউপিডিএফ এর কালেক্টর হিসেবে এই এলাকায় চাঁদা উত্তোলন করে আসছিল। জেএসএস কয়েক বছর ধরে পানছড়ি এলাকাটি পুনরায় নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে।

এদিকে, ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা মিটন চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।