দায়িত্ব নিলেন খাগড়াছড়ি ও রাঙামাটির জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যরা

দায়িত্ব নিলেন খাগড়াছড়ি ও রাঙামাটির জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যরা

দায়িত্ব নিলেন খাগড়াছড়ি ও রাঙামাটির জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জিরুনা ত্রিপুরা। তাকে নিয়ে নানা বিতর্ক আর অভিযোগ থাকলেও অত্র পরিষদের ইতিহাসে তিনিই প্রথম কোনো নারী চেয়ারম্যান।

রবিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১০তম অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে জিরুনা ত্রিপুরা এবং আরও তিন নারীসহ মোট ১৪ জন মনোনিত সদস্য আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহণ করেন।

সদস্যরা হলেন, বঙ্গ মিত্র চাকমা (খাগড়াছড়ি সদর), অনিময় চাকমা (লক্ষ্মীছড়ি), নিটোল মনি চাকমা (খাগড়াছড়ি সদর), কংজপ্রু মারমা (মহালছড়ি), কুমার সুইচিংপ্রু সাইন (মানিকছড়ি), সাথোয়াইপ্রু চৌধুরী (মানিকছড়ি), ধনেশ^র ত্রিপুরা (খাগড়াছড়ি সদর), নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা (খাগড়াছড়ি সদর), প্রশান্ত কুমার ত্রিপুরা (মাটিরাঙ্গা), মো. শহিদুল ইসলাম সুমন (মাটিরাঙ্গা), প্রফেসর আবদুল লতিফ (পানছড়ি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহবুবুল আলম (খাগড়াছড়ি সদর), জয়া ত্রিপুরা (মাটিরাঙ্গা) ও এডভোকেট মনজিলা সুলতানা (মাটিরাঙ্গা)।

পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অত্র পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নিলেন খাগড়াছড়ি ও রাঙামাটির জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যরা

এদিকে, পুনর্গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন ১৫ সদস্যের নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেন।

নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১০তম চেয়ারম্যান হিসাবে পরিষদ চেয়ারম্যান পদে আসীন হলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিমসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৭ নভেম্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের জারী করা এক প্রজ্ঞাপনে তিন জেলায় নতুন পরিষদ গঠন করা হয়। দেশের ৬১ জেলার জেলা পরিষদ গুলোর চেয়ে তিন পার্বত্য জেলা পরিষদগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ১৯৮৯ সালে প্রণীত পৃথক ৩টি আইন অনুযাযী জেলা পরিষদগুলো গঠিত। আইন এ বিধান অনুযায়ী বর্তমান চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ গঠণ করা হয়েছে। বর্তমান পরিষদে ২ জন উপজাতীয় এবং ১ জন অ-উপজাতীয়সহ মোট ৩ জন মহিলা সদস্যের পদ সংরক্ষিত রাখা হয়েছে।

গত ৫ আগস্টের পরে আওয়ামীলীগ সরকার আমলে গঠিত পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যরা আত্মগোপনে চলে যায়। যার ফলে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সকল কার্যক্রম অচল হয়ে পড়ে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।