টেকনাফে পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্থায় ২ শিশুর মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে টানা বর্ষণে পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। নিহতরা হলো-পুরাতন পল্লান পাড়ার রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (১১) এবং একই এলাকার মোহাম্মদ আলমের কন্যা আলিফা (৫)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া ও তার পার্শ্ববর্তী এলাকায় এঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান ও টেকনাফ মডেল থানার এসআই স্বপন চন্দ্র দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, বার বার সতর্ক করার পরও পাহাড়ের বিপদজনক পাদদেশ থেকে সরে না যাওয়ায় পুরাতন পল্লান পাড়ায় পাহাড় ধ্বসের মর্মান্তিক এ ঘটনা ঘটলো। তারা জানান, আহত একজনকে টেকনাফ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।