পাকুয়াখালীতে নিহত কাঠুরিয়াদের স্মরণে লংগদুতে নানা আয়োজন - Southeast Asia Journal

পাকুয়াখালীতে নিহত কাঠুরিয়াদের স্মরণে লংগদুতে নানা আয়োজন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার পাকুয়াখালীতে তৎকালীন উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন শান্তিবাহিনী কর্তৃক ৩৫ নিরীহ বাঙ্গালী কাঠুরিয়াকে হত্যার ঘটনায় গতকাল (৯ সেপ্টেম্বর) তিন পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত ঘটনার প্রতিবাদ, হত্যাকারীদের বিচার দাবি ও ক্ষতিগ্রস্থ পরিবারকে যথাযথভাবে পূনর্বাসন করার দাবিতে সংবাদ সম্মেলন, দোয়া মুনাজাত, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের পর আজ নিহত কাঠুরিয়াদের স্মরণে লংগদুতে নানা আয়োজন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখা ও লংগদু উপজেলা শাখার যৌথ আয়োজনে সকালে (১০ সেপ্টেম্বর) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে লংগদু উপজেলা পরিষদ থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে লঞ্চঘাট হয়ে উপজেলা পরিষদ রেস্ট হাউজের সামনে নিহতদের গণকবরের পাশে এসে শেষ হয়। এসময় গণকবরের সামনে নিহতদের আত্নার মাগফিরাত কামনা করে কবর জিয়ারতের মাধ্যমে বিশেষ মুনাজাত করা হয়।

পরে লংগদু উপজেলা পরিষদ হলরুমে এক শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে লংগদু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আঃ বারেক সরকার উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গুলশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ আবু নাসির, লংগদু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, লংগদুর মাইনীমুখ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হাজী ফয়েজুল আজিম, লংগদু সমুু অধিকার আন্দোলন এর সভাপতি মোঃ খলিলুর রহমান, লংগদু পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মিয়া উপস্থিত ছিলেন।

এসময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জি: আঃমজিদ, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা কমিটির সাবেক সভাপতি লোকমান হোসেন, সভাপতি মোঃ আসাদুল্লাহ আসাদ, লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনসহ উপজেলা পর্যায়ের পিবিসিপি, সম অধিকার আন্দোলন ও পার্বত্য নাগরিক পরিষদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শোকসভায় বক্তারা, গত ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর পাকুয়াখালীতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক লংগদুর ৩৫ জন বাঙ্গালী কাঠুরিয়াকে গণহত্যা এবং গত ১৮ আগষ্ট তারিখে রাজস্থলীতে সেনা সদস্য নাসিম কে গুলি করে হত্যা করায় এর তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের পাহাড় থেকে চিরতরে র্নিমূল করার লক্ষ্যে সরকার তথা প্রশাসনের প্রতি আহবান ব্যক্ত করেন। বক্তরা, সরকারের কাছে ৯ সেপ্টেম্বর ১৯৯৬ সালে নিহত পরিবারদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসন, অবিলম্বে ৩৫ বাঙালী কাঠুরিয়া হত্যাকান্ডসহ পার্বত্য অঞ্চলে সকল হত্যাকান্ডের বিচার, অবিলম্বে নিহত ৩৫ কাঠুরিয়ার পরিবারকে যোগ্যতা অনুসারে চাকুরী, পার্বত্য চট্রগ্রামে সকল নিয়োগে বাঙ্গালীদের বঞ্চিত করার অপতৎপরতা বন্ধ, পার্বত্য চট্রগ্রামে গুম, খুন, ধর্ষণ, অপহরণ, মুক্তিপণ বাণিজ্য ও চাঁদাবাজী বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী দ্বারা বিশেষ অভিযান পরিচালনা করার দাবি জানান।