খাগড়াছড়িতে ২৩ বিজিবির উদ্যোগে অসহায়দের মাঝে অনুদান প্রদান
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি-বাঙালি অসহায় ও দুস্থ জনগণের মাঝে বিভিন্ন অনুদান প্রদান করেছে বিজিবির যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।
মঙ্গলবার (১২ নভেম্বর) জোন আওতাধীন এলাকায় জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির উপস্থিত থেকে এসব আর্থিক সহায়তা ও নির্মাণ সামগ্রী প্রদান করেন।
অনুদানের মধ্যে ছিল ঘর নির্মাণ সামগ্রী, ইলেকট্রনিক্স, ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান, অসুস্থ ব্যক্তির জন্য আর্থিক সহায়তা, সেলাই মেশিন, শিক্ষাসামগ্রী, যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন এবং মাদ্রাসায় খাদ্যসামগ্রী (চাল)।
সুবিধাভোগীরা এ সহায়তা পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সাফল্য কামনা করেন।
জোন অধিনায়কবলেন, পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে ২৩ বিজিবি নিয়মিতভাবে সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।