দুর্গম পাহাড়ি এলাকায় স্কুল নির্মাণ ও শিক্ষা উপকরণ বিতরণ করল বিজিবি

দুর্গম পাহাড়ি এলাকায় স্কুল নির্মাণ ও শিক্ষা উপকরণ বিতরণ করল বিজিবি

দুর্গম পাহাড়ি এলাকায় স্কুল নির্মাণ ও শিক্ষা উপকরণ বিতরণ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক দুর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবি এলাকায় স্কুল ঘর নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) কচুতলী টিওবি কর্তৃক পুন্নমনিছড়া পাড়ায় নতুন স্কুল ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুল ঘরটি উদ্বোধন করেন ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হাসান জাহিদ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় স্থানীয় কারবারি শান্তিময় চাকমার নিকট স্কুল ঘরটি হস্তান্তর করা হয়।

এর আগে কাপ্তাই ওয়াগ্গাছড়া বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজিলুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে জুরাছড়ি এলাকার চাকমা সম্প্রদায়ের ৪৭টি পরিবার এবং তংচঙ্গা সম্প্রদায়ের ৮টি পরিবারকে শিক্ষা উপকরণসহ স্কুল ঘর নির্মাণ করে দেওয়া হয়।

এসময় পাড়ার কারবারি, স্কুল শিক্ষক এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।