সেনা সদস্যদের শৃঙ্খলার প্রতি অধিকতর যত্নশীল হওয়ার নির্দেশ সেনাবাহিনী প্রধানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর অধিনায়ক ও অফিসারদের শৃঙ্খলার প্রতি অধিকতর যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের ৪৩ তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সম্মেলনে সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ণ, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন।
এছাড়া, সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়ক ও অফিসারদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করার উপদেশসহ শৃংখলার প্রতি অধিকতর যত্নশীল হওয়ারও নির্দেশনা প্রদান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।