ভূজপুরে বিজিবির অভিযান, ভারত থেকে আনা ৪৭ বোতল মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার

ভূজপুরে বিজিবির অভিযান, ভারত থেকে আনা ৪৭ বোতল মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার

ভূজপুরে বিজিবির অভিযান, ভারত থেকে আনা ৪৭ বোতল মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ভূজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে দেশে নিয়ে আসা ৪৭ বোতল বিদেশী মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ভূজপুর থানার অন্তর্গত বরই বাগান থেকে এসব মদ ও গাঁজা জব্দ করে আধারমানিক বিওপিতে কর্মরত বিজিবি সদস্যরা।

জানা যায়, এদিন দিবাগত রাত আড়াইটার দিকে ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ আধারমানিক বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ আল-মামুন সিকদারের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বরই বাগান নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ৪৭ বোতল মদ ও ৮ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ ও গাঁজা পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ অঞ্চলে মাদক প্রতিরোধে বিজিবির সর্বোচ্চ সতর্কতার কথা উল্লেখ করে বলেন, মাদক কারবারিদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। এছাড়া মাদবিরোধী অভিযান অব্যাহত রাখার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।