‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয়দের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে বিজিবি’
নিউজ ডেস্ক
সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নেও বিজিবি কাজ করছে মন্তব্য করে খাগড়াছড়ির রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেছেন, স্থানীয় জনগনের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে বিজিবি।
তিনি বলেন, রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রামগড় জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিজিবি কর্তৃক আর্থ-সামাজিক উন্নয়নে পরিচালিত বেশ কিছু জনকল্যানমুলক কর্মকান্ডের মধ্যে অন্যতম কার্যক্রম হচ্ছে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করা।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, প্রশিক্ষণার্থীগণ এই প্রশিক্ষণ আগ্রহ সহকারে গ্রহণ করে ব্যক্তিগত জীবনসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন। রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নুর হোসেনসহ পদস্থ বিজিবি কর্মকর্তা, প্রশিক্ষক প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।