বান্দরবানে কেএনএফের আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে কেএনএফের আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে কেএনএফের আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার মুনলাই পাড়ায় আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়। অতর্কিত এই অভিযানে দিশেহারা হয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে আস্তানা তল্লাশি করে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি সেট, ইউনিফর্ম এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।

উল্লেখ্য, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালিয়ে আসছে। সেনাবাহিনীর এই অভিযান তাদের অবৈধ কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।

এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।