খাগড়াছড়িতে রাস উৎসবে পূজামণ্ডপ পরিদর্শন করলেন রিজিয়ন কমান্ডার
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে তিন দিনব্যাপী শুরু হওয়া রাস উৎসবের শেষ দিনে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে অনুষ্ঠিত রাস উৎসব ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
আজ শনিবার দুপুর ১২টায় তিনি সস্ত্রীক রাস উৎসবের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
এ সময় রিজিয়ন কমান্ডার পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। তিনি রাস উৎসবে পুণ্যার্থীদের মেলা ও আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন।
এদিন সকল জনগোষ্ঠীকে নিবিঘ্নে, নির্ভয়ে ও নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পাহাড়ে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে।
এ সময় রিজিনের স্টাফ অফিসার মেজর মো. জাবির সোবহান মিয়াদ, লক্ষী নারায়ণ মন্দিরের সভাপতি আশিষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী উৎসব আগামীকাল রবিবার সকালে শেষ হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।