পানছড়ির দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করলো সেনাবাহিনী

পানছড়ির দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করলো সেনাবাহিনী

পানছড়ির দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করলো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম লোগাং সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৬ নভেম্বর ) বিকেলে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ও খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্পেইন করা হয়।

এ মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত থেকে প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল আবুল হাসনাত জুয়েল বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের দুস্থ, অসহায় ও গরীব মানুষদের চিকিৎসাসেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। খাগড়াছড়ি জোনের আওতাধীন সব ক্যাম্পে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

এ সময় খাগড়াছড়ি সদর জোনের কর্মকর্তা মেজর মো. জায়েদ-উর রহমান অয়ন, ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন উপস্থিত ছিলেন।

এছাড়া এমডিএস মেডিকেল অফিসার মেজর তুরফা ইসলাম, ক্যাপ্টেন তাসমিয়া শরিফ, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এতে অংশ নেন।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা চাই।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।