২৩ নভেম্বর শুরু হচ্ছে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট, স্টেডিয়াম পরিদর্শন

নিউজ ডেস্ক
আগামী ২৩ নভেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে শুরু হতে যাচ্ছে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৭টি জোন অংশ নিচ্ছে।
এ টুর্নাসেন্টকে সামনে রেখে স্টেডিয়ামসহ পুরো খাগড়াছড়ি বর্ণিল সাজে সাজানো হচ্ছে।
এ উপলক্ষ্যে রবিবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ভেন্যু খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এসময় তিনি বলেন, পাহাড়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হলে পাহাড়ের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরো বলেন, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত এবং খেলাধুলা ও সংস্কৃতি পাহাড়ি-বাঙালির ঐক্য আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাবির সোবহান মিয়াদসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।