দীঘিনালায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত - Southeast Asia Journal

দীঘিনালায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

“সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দূর্নীতির বিরূদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় নাগরিক সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ধুদ্ধ সমস্যাদি শ্রবণ ও নিষ্পত্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “গণশুনানি” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১০ ঘটিকায় দীঘিনালা উপজেলা শিল্পকলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গনশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

 

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন ” দূর্নীতির বিরূদ্ধে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। দূর্নীতি আমাদের দেশের উন্নয়ন কার্যক্রমকে ক্ষতিগ্রস্থ ও বাঁধার সম্মুখীন করে। এরদ্বারা দেশ কিংবা জাতি উভয়েই ক্ষতিগ্রস্ত। সুতরাং দূর্নীতিকে না বলুন। সবাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াঁন।”

You may have missed