বান্দরবানের পাইক্ষ্যংপাড়া ও বগালেকে স্থানীয় জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

বান্দরবানের পাইক্ষ্যংপাড়া ও বগালেকে স্থানীয় জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

বান্দরবানের পাইক্ষ্যংপাড়া ও বগালেকে স্থানীয় জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূেল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ৩৮ ই বেঙ্গল ও ১ বীর পৃথকভাবে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার পাইক্ষ্যংপাড়া ও বগালেক এলাকায় দুস্থ ও অসহায় উপজাতিদের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়।

সকালে রুমা জোনের (৩৮ ই বেঙ্গল) তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ পাইক্ষ্যংপাড়া টিওবি এর এলাকায় দুস্থ ও অসহায় উপজাতিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন রুমা জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ওমর ফারুক ও তার দল। এসময় বিভিন্ন বয়সের স্থানীয় জনগোষ্ঠীর ৯৩ জন মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা।

বান্দরবানের পাইক্ষ্যংপাড়া ও বগালেকে স্থানীয় জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

এছাড়া, একইদিন সকালে রুমা জোনের (১ বীর) আওতাধীন বগালেক সেনা ক্যাম্প কর্তৃক স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

চিকিৎসা সেবা প্রদান করেন রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রসিন জামান অয়ন এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া।

দিনব্যাপি ৩০ জন পুরুষ, ৫০ জন মহিলা এবং ৩১ জন শিশুসহ মোট ১১১ জন উপজাতিদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যের ঔষধ বিতরণ করা হয়।

বান্দরবানের পাইক্ষ্যংপাড়া ও বগালেকে স্থানীয় জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

এদিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম প্রত্যক্ষ করেন রুমা জোনের (১ বীর) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাদ মুহম্মদ আব্দুল্লাহ আজিজ।

এসময় পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় বসবাসরত উপজাতি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর মানুষও সেনাবাহিনী থেকে চিকিৎসা সেবা এবং বিভিন্ন সহযোগিতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।